চালের দানায় ভারতের ম্যাপ এঁকে , ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস স্নেহার।

1 min read

 

ছোট্ট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে ইন্টারন্যাশন্যাল বুক অফ রেকর্ডস গড়ল স্নেহা । আলিপরদুয়ার সূর্যনগরের ৮ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা; স্নেহা দাস । আলিপরদুয়ার মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নেহা । একটি ০.৫ সেন্টিমিটার ছোট চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে ।

ছোট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে স্নেহা সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে । চমকে যায় সবাই। সেটা দেখেই তাকে উৎসাহ দেয় সবাই। চোখে পরে, ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসের কর্তাদের । গত, ৯ ই আগস্ট ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে স্নেহা।

You May Also Like