ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী।

0 min read

ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পুলিশ। এদিনই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১,০০০ জন। রায়গড়ের তেতলা গ্রামে শক্তি পেপার মিলে দুর্ঘটনাটি ঘটে, সেখানেই বুধবার সন্ধ্যায় সেখানে ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন কর্মীরা, সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং। ঘটনা সম্পর্কে প্রশাসনকে কিছু জানাননি কারখানার মালিক, পুলিশ জানিয়েছে, হাসপাতাল তাদের জানালে বিষয়টি সামনে আসে। আধিকারিকরা জানিয়েছেন, করোনা ভাইরাস লকডাউনের পর থেকেই কারখানাটি বন্ধ ছিল, বর্তমানে সেখানে কাজ শুরুর জন্য সাফাইয়ার কাজ চলছিল।

You May Also Like