জলমগ্ন গোটা কলকাতা সহ বাকি চারপাশ

1 min read

রাতভর টানা বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। আবহাওয়ার উন্নতির আপাতত কোনও আশা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টি। সঙ্গে সকাল সাতটা পর্যন্ত গঙ্গায় জোয়ার ছিল। কলকাতা উত্তর থেকে দক্ষিণ– জল জমে যায় বহু রাস্তায়। জল থইথই করছে বেহালা, সার্দান অ্যাভিনিউয়ের মতো জায়গায়। সকালে রাস্তায় বেরিয়ে জলযন্ত্রণার মুখে পড়তে হয়েছে শহরবাসীকে। কলকাতা পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। দ্রুত জল নেমে যাবে। তবে জল নামতে বেশ কিছুটা সময় লাগবে।

তবে এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উল্টে, আগামী ২৪-ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। তার ফলে আবারও কলকাতায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

You May Also Like