ট্রাম্পের ভিত্তিহীন বক্তব্যের লাইভ সম্প্রচার বন্ধ হল মাঝপথেই

0 min read

বৃহস্পতিবার রাতে ১৭ মিনিটের এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘ভুল বকা’ শুরু করলে মাঝপথে ট্রাম্পের বক্তব্যের লাইভ সম্প্রচার থামিয়ে দিয়েছে বহু আমেরিকান টিভি চ্যানেল। মার্কিন সংবাদমাধ্যমের একটা বড় অংশ ভিত্তিহীন বলে মনে করছে । যার জেরে প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যম মাঝপথে ট্রাম্পের বক্তব্য সম্প্রচার বন্ধ করে দেয়।

গতকাল তিনি বলেন,”যদি বৈধ ভোট গোণা হয় আমি সহজেই জিতে যাচ্ছি। ওঁরা নির্বাচন চুরি করার চেষ্টা করছে। আমি ইতিমধ্যেই বহু গুরুত্বপূর্ণ রাজ্য জিতে গিয়েছি। আমার বিশ্বাস আমরা সহজেই ভোটে জিতব। তবে অনেক আইনি লড়াই হবে। আমাদের কাছে বহু প্রমাণ আছে। এভাবে একটা নির্বাচন চুরি করে নিতে দেব না।” আমেরিকাবাসীর জন্য এটা একটা দুঃখের রাত।

You May Also Like