ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের সিদ্ধান্তে চাপ বাড়বে মানুষের উপর, মনে করেন মনমোহন-রাহুল।

0 min read

এমনিতেই দেশে করোনা সঙ্কটে বিপর্যস্ত সাধারণ মানুষ। তার উপর যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অমানবিক, এমনটাই মনে করে কংগ্রেস। শনিবার জুম কনফারেন্স কল মারফৎ একটি সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের সমালোচনায় সরব হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও কংগ্রেস আমলের অর্থমন্ত্রী পি চিদাম্বরম। শনিবার মনমোহন সিং বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি করোনা পরিস্থিতিতে এইভাবে সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও সেনাবাহিনীর উপর চাপ বাড়ানো অনৈতিক” । “আমাদের সেই মানুষজনের পাশে দাঁড়ানো উচিত যাঁদের এই মহামারীর অজুহাতে ন্যায্য মহার্ঘ ভাতা কাটা হচ্ছে”. একথাও বলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

You May Also Like