তান্ডব নিয়ে তুলকালাম, ধর্ম অবমাননার অভিযোগ

1 min read

অ্যামাজন প্রাইমের সাম্প্রতিক ওয়েব সিরিজের নাম যিনি তাণ্ডব রেখেছিলেন, তিনি কল্পনাও করেননি যে তা এমন ভাবে সত্যি হয়ে উঠতে পারে! কারণ এই ওয়েব সিরিজ নিয়ে রীতিমতো তাণ্ডবই শুরু হয়েছে দেশে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়করের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির সাংসদ মনোজ কোটাক । এই ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা (সিরিজের লেখক গৌরব সোলাঙ্কি , অ্যামাজন ইন্ডিয়ার অরিজিনাল কন্টেন্ট প্রধান অপর্ণা পুরোহিত- সবার নাম করে একটি এফআইআর দায়ের করা হয়েছে লখনউতে। অভিযোগ একটাই- এই ওয়েব সিরিজে অপমান করা হয়েছে হিন্দু দেবদেবীদের।এই অভিযোগ করার পর একদল সরকারি অফিসার এই সিরিজ দেখেন। বলা হয়েছে যে, এখানে নানা ভাবে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে। তা ছাড়া এটাও বলা হয়েছে যে এটি জাতিভেদ প্রথাকে উস্কে দিয়েছে এবং দেশের শান্তি বিঘ্নিত করেছে। সিনেমার কন্টেন্ট নিয়ে এর আগে নানা মতবিরোধ ও প্রতিবাদ হয়েছে। 

You May Also Like