তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যে

1 min read

আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা একদিনে দুই ডিগ্রির বেশি নামল কলকাতায়। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ। ভোরে ও রাতে শিরশিরানি অনুভূত হলেও, দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানানো হয়েছে।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৯০ শতাংশ। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার নিচে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে বেশ ভালো ঠান্ডা পড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রাজধানী দিল্লি-সহ হরিয়ানা, পঞ্জাব ও উত্তর রাজস্থানে। আগামী তিন-চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।

You May Also Like