তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দিনহাটায়, ভোটের আগে আশঙ্কা

0 min read

ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের রাজনৈতিক পরিবেশ। জানা গেছে সরস্বতী পুজোর দিন মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল । দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে তিনজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর এদিন বিকালে বিধায়ক উদয়ন গুহ ঘনিষ্ঠ জয়দীপ ঘোষ এবং যুব তৃনমূলের জেলা সম্পাদক অজয় রায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জয়দীপ ঘোষ অনুগামী বলে পরিচিত কয়েকজন আহত হয়। দুই পক্ষের সংঘর্ষ ছাড়াও শহরের মদনমোহন বাড়ি এলাকায় রাস্তার ধারে থাকা জয়দীপ ঘোষের গাড়ি ভাঙচুর ও তার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ।

কলেজে সরস্বতী পূজোর প্রসাদ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এক ছাত্র প্রসাদ খেতে গেলে তাকে মারধর করা হয়। এর পরেই এই গন্ডগোল শুরু হয় বলে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে উদয়ন গুহ বলেন,” যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দিনহাটার নামকরা সমাজবিরোধী। দিনহাটা থানার পুলিশের জন্য এইসব হচ্ছে। পুলিশ কী করছে। এসব দেখার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। ।”

You May Also Like