প্রধানমন্ত্রীর পদে বসেই নতুন বার্তা

1 min read

সদ্য মাত্রই দেশ পেয়েছে নতুন প্রধানমন্ত্রী৷ ইমরান খানকে গদিচ্যুত করে সদ্যই পাকিস্তানের মসনদে বসেছেন তিনি৷ আর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নয়াদিল্লিকে চিঠি পাঠালেন শেহবাজ শরিফ৷ দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন তিনি৷ সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তাঁর চিঠিতে উঠে এল কাশ্মীর প্রসঙ্গ৷

শেহবাজ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ তারই জবাব দিলেন শেহবাজ৷ জানা গিয়েছে, শেহবাজ তাঁর চিঠিতে জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের কথা উল্লেখ করেছেন৷ চিঠিতে লেখা হয়েছে, ‘‘পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। দেশবাসীর আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি এই রিজিয়নের উন্নতির স্বার্থে এটা কাম্য। যা একমাত্র অর্থপূর্ণ আলোচনা ও শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমেই সম্ভব। জম্মু ও কাশ্মীরের মতো অমীমাংসিত বিরোধেরও শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। ’’ সেই সঙ্গে চিঠিতে এও বলা হয়েছে, সন্ত্রাসবাদকে নির্মুল করতে তাদের আত্মত্যাগ ও অবদান সকলেরই জানা৷

কাশ্মীর সমস্যা যে দুই দেশের মধ্যে বারবার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না৷ নতুন পাক প্রধানমন্ত্রীর আমলে অবস্থার উন্নতি হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ তবে এই কাজ যে সহজ হবে না, তা নিয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল৷ প্রসঙ্গত, এর আগে নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে লেখা হয়েছিল, “শুভেচ্ছা। শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত অঞ্চলের আশায় থাকবে ভারত।”

ইমরান খানতে ক্ষমতাচ্যুত করার পর থেকেই প্রচারমাধ্যমের পাদপ্রদীপ শেহবাজের দিকেই৷ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফও পাক রাজনীতিতে পোড় খাওয়া ব্যক্তিত্ব৷ দীর্ঘদিন পঞ্জাব প্রদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ তাঁর আমলে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কোন পথে এগোয় সেটা সময়ই বলবে৷

You May Also Like