বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

1 min read

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮২ % । দিনের দিকে হালকা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফের উত্তরবঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমান। আজ রাত থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন। সপ্তাহ শেষে কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা সহ দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

You May Also Like