বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল

1 min read

 কলকাতায় অনুষ্ঠিত এক সভায় বন্ধন ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর্স ৩০ জুন ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকের আর্থিক ফলাফল অনুমোদন করেছে। বন্ধন ব্যাংকের পারফর্ম্যান্স প্রসঙ্গে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষ জানান, আলোচ্য ত্রৈমাসিকে সরকার ঘোষিত আনলকিংয়ের পরবর্তী সময়ে তারা কালেকশন শুরু করেছেন। জুন ২০২০-এর শেষ নাগাদ সবমিলিয়ে ব্যাংকের কালেকশনে উন্নতি হয়েছে ৭৬ শতাংশ, গত এপ্রিলে যা ছিল ২৯ শতাংশ। এই কঠিন সময়েও রিটেল ডিপোজিট ফ্র্যাঞ্চাইজের শক্তি বেড়েছে ৩৫ শতাংশ, বিশেষকরে কাসা (CASA) বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। এই ত্রৈমাসিকে ব্যাংকের ‘অ্যাক্সিলারেটেড অ্যাডিশনাল প্রোভিশন’-এর জন্য স্ট্যান্ডার্ড অ্যাডভান্সের পরিমাণ বেড়ে হয়েছে ৭৫০ কোটি টাকা, যার ফলে মোট ‘অ্যাডিশনাল প্রোভিশন ইন বুকস’ হয়েছে ১৭৬৯ টাকা। উল্লেখ্য, ৩০ জুন ২০২০-তে বন্ধন ব্যাংকের আউটলেটের সংখ্যা হয়েছে ৪৫৫৯। এই নেটওয়ার্কে রয়েছে ১০১৮টি ব্রাঞ্চ, ৩৫৪১টি ব্যাংকিং ইউনিট। ২০১৯-এর ৩০ জুন ছিল ৯৯৯টি ব্রাঞ্চ ও ৩২০৯টি ব্যাংকিং ইউনিট। ২০২০-র ৩০ জুন এটিএম-এর সংখ্যা হয়েছে ৪৮৫, যা ২০১৯-এর ৩০ জুন ছিল ৪৮১। সদ্যসমাপ্ত ত্রৈমাসিকে ব্যাংকের কর্মীসংখ্যা ৩৯৭৫০ থেকে বেড়ে ৪১৫৬৩ হয়েছে।

You May Also Like