বশ দশম মিলিয়ন পাওয়ার টুলস তৈরি করল

1 min read

বশ পাওয়ার টুলস ইন্ডিয়া তার তামিলনাড়ুর চেন্নাইয়ে ওরাগদাম কারখানায় ১০ মিলিয়নতম পাওয়ার টুল তৈরি করল। চেন্নাইয়ে এই কারখানাটি নির্মাণ হয়েছে ২০১৫-এর মাঝামাঝি। এখানে বর্তমানে ৬০টির অধিক পাওয়ার টুলস তৈরি হয়, যেগুলির মধ্যে রয়েছে আর্টিজান ও ট্রেডসম্যানদের জন্য ৮ রকমের পাওয়ার টুল। উল্লেখ্য, বশ হল কনস্ট্রাকশন, উডওয়ার্কিং ও মেটালওয়ার্কিং ইন্ডাস্ট্রির জন্য পাওয়ার টুলসের অগ্রণী সরবরাহকারী।

বশের মেড ইন ইন্ডিয়া নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ চেন্নাইয়ের পাওয়ার টুলস প্লান্ট এবং ভ্যালু ও ভলিউমের দিক থেকে ভারতের মুখ্য পাওয়ার টুলস সাপ্লায়ার। দুই একর জমির উপর অবস্থিত এই নির্মাণ কারখানা। এর পরিচালনায় মহিলা কর্মীদের প্রাধান্য রয়েছে। এই কারখানায় বশের ফিচার্ড প্রোডাক্ট রেঞ্জ নির্মাণ হয়, যেমন অ্যাঙ্গেল গ্রিন্ডার্স, ইম্প্যাক্ট ড্রিলস, এয়ার ব্লোয়ার্স, রোটারি হ্যামার্স ও রোটারি ড্রিলস। এই কারখানায় নির্মিত একটি প্রোডাক্ট বিশ্বব্যাপী রপ্তানি হয়ে থাকে। পরপর তিনটি বশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড-প্রাপ্ত চেন্নাইয়ের বশ পাওয়ার টুলস প্লান্ট তাদের ভারতে ব্যবসায়ের এক দৃঢ় স্তম্ভস্বরূপ।

You May Also Like