বিধ্বংসী আগুন দিঘা মোহনায়, ব্যাপক ক্ষতির মুখে মৎস্যজীবীরা

0 min read

গত কয়েক দিনে দিঘা মোহনায় ইলিশের যোগান বাড়ায় হাসি ফুটেছিল মৎস্য ব্যবসায়ীদের মুখে, কিন্তু টিকল না সেই হাসি। বিধ্বংসী আগুন লাগল দিঘা মোহনায় মাছের দোকানে। এই ঘটনায় আগুনে পুড়ে নষ্ট হয়েছে প্রায় ২০ লাখ টাকার ইলিশ। দোকানপাঠ সব পুড়ে গিয়েছে। সব মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

গভীর রাতে হঠাৎ আগুন লাগে দিঘা মোহনায় অবস্থিত মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে। দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে যায়। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরে দমকলের আরও ইঞ্জিন সেখানে গিয়েছে। আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন তাঁরা। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান।

You May Also Like