শপথ গ্রহণ সম্পন্ন হলো নতুন মুখ্যমন্ত্রীর

0 min read

সব জল্পনার অবসান। নাম ঘোষিত হওয়ার সাথে সাথেই শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হলেন রাজ্যের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। যদিও তিনি প্রথমে বলেছিলেন যে মন্ত্রিসভায় থাকবেন না। কিন্তু জানা গিয়েছে, তাঁকে অমিত শাহ, জে পি নাড্ডারা অনুরোধ করায় তিনি নিজের সিদ্ধান্ত বদল করেন।

এদিন মুম্বই পৌঁছে রাজভবনে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করতে যান একনাথ এবং ফড়ণবীশ। সেখানে সরকার গঠনের দাবি জানান তারা। পরে প্রাথমিকভাবে জানা যায় যে, মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীশ এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন একনাথ শিন্ডে। কিন্তু অবশেষে পুরো চিত্রটাই পালটে গিয়েছে। একনাথ নিজেও দেবেন্দ্র ফড়ণবীশকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন তাঁর সিদ্ধান্তের জন্য।

জানিয়েছিলেন, তিনি চাইলেই মুখ্যমন্ত্রী হতে পারতেন, বিধায়ক সংখ্যা বিজেপির বেশি ছিল। কিন্তু তা তিনি করেননি। এদিকে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হবেন এই ঘোষণা করেন দেবেন্দ্র দাবি করেছিলেন, শিবসেনা জনতার রায়কে অপমান করেছে। যাদের সঙ্গে জোট করেছে, তারা হিন্দুত্বের বিরুদ্ধে। ওরা এমন কারও সঙ্গে জোট করেছিল, যারা সাভারকারকে অপমান করেছে। দাউদ প্রসঙ্গও টেনে আনেন তিনি।

তবে কেন হঠাৎ বিদ্রোহী বিধায়ক একনাথকে মুখ্যমন্ত্রী করা হল? আসলে ২০১৯ সালে ঠিক এই ভাবেই বিজেপি সরকারের পতন হয়েছিল রাজ্যে। মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে শিবসেনা এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। এনসিপি নেতা অজিত পওয়ারের সমর্থনে এক ভোররাতে আচমকা মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে নেন ফড়ণবীশ। কিন্তু সেই সরকার টেকেনি, উলটে কটাক্ষ সহ্য করতে হয়েছিল বিজেপি নেতৃত্বকে। অনেকের মতে, সেই ভুল এবার শুধরে নিল বিজেপি।

You May Also Like