ভাঙছে গঙ্গা, আতঙ্কে মালদাবাসী

1 min read

গত দু থেকে তিন দিন ধরে মালদা জেলায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে । জল বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে গঙ্গা তার ধ্বংসলীলা শুরু করেছে । সেচদপ্তর সতর্ক দৃষ্টি রাখলেও কালিয়াচকের বাঙ্গীটোলা ও বৈষ্ণবনগর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে । গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে এই ভাঙন  ব্যাপক আকার ধারণ করেছে। গঙ্গার ধার বরাবর ১৫ থেকে ২০ বিঘা জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে । ভাঙ্গনের পাশাপাশি গোটা কালিয়াচক-২ নং ব্লকে বন্যার সম্ভাবনা প্রবল হয়েছে ।

ফলে গঙ্গার তীরবর্তী বাঙ্গীটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ এক সপ্তাহ ধরে এখানে সেচ দপ্তরের কোনো আধিকারিক বা কোন জনপ্রতিনিধি দেখতে আসেনি । সেচ দপ্তর ভাঙন রোধের জন্য কোন কাজ করছে না । স্থানীয় প্রধান গোটা বিষয়টি বিডিও কে জানিয়েছেন । সেচ দপ্তর জানিয়েছে ওই এলাকার পরিস্থিতির  উপরে আমাদের পূর্ণাঙ্গ নজর  রাখছে । জল কমলেই বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ।

You May Also Like