ভিজে যায় কবিতার খাতা

1 min read

ঋতু মেনে গ্রীষ্ম শেষে শ্রাবণ আসে
বৃষ্টির ধারা নেমে আসে ঝমঝমিয়ে
ভিজে যায় আমার  সমস্ত শরীর
ভিজে যায় আমার দেহজ আগুন
ভিজে যায় আমার কবিতার খাতা।

শরীর থেকে বুদবুদ ওঠে
ধুয়ে যায় দম্ভের শেষ বিন্দু
নিভে যায় লাল রক্তের শেষ প্রদীপ
বিষাদের কালি গলে পড়ে টপটপ করে
মুছে যায় আমার কবিতার প্রতিটা লাইন।

প্রতিটি অক্ষরে অক্ষরে মিলিয়ে যায়
আমার অহং-এর বীজ
চিবুক ছুঁয়ে গড়িয়ে পড়ে ব্যর্থতার ইতিহাস
শূন্য পাতায় পড়ে থাকে অব্যক্ত বেদনারা
সাদা অক্ষরে হারিয়ে যায় চেতনার ভাষা।

শব্দেরা মুক্তি খোঁজে  উন্মুক্ত আকাশে,
যেখানে উড়ে চলে বলাকার দল।
সারি সারি রামধনু সেজে ওঠে
শূন্য খাতার পাতায় পাতায়
আবার আমি ভিজতে থাকি – আপাদমস্তক।

ভিজতে থাকে আমার রিক্ত খাতার প্রত্যেকেটা সাদা পাতা।।

You May Also Like