ভূমিকম্প নয়, তবুও কাঁপল চিনের বহুতল বিল্ডিং

0 min read

চিনের শেনঝেন শহরের এক গগনচুম্বী ৯৮০ ফুট উঁচু বহুতল মঙ্গলবার হঠাৎই কাঁপতে শুরু করে। যার জেরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ওই এলাকায়। বহুতলের ভিতরে থাকা সকলে বেরিয়ে আসতে শুরু করেন এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছিলেন সেখানে উপস্থিত অনেকে।

২০০০ সালে তৈরি হওয়া এই বহুতলের বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক্স দ্রব্যের বাজার। একাধিক সংস্থার অফিসও রয়েছে সেখানে। চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুপুর ১টা নাগাদ দুলতে শুরু করে সেটি আর আড়াইটের মধ্যে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহুতলটি এমন ভাবে দুলছিল, দেখে মনে হচ্ছিল যেন ভেঙে পড়বে। সেই আতঙ্কেই ওই এলাকা ছেড়ে নিরাপদে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে।

দেখুন সেই ভিডিয়ো—

যদিও কেন এ ভাবে বহুতলটি কাঁপতে শুরু করল, তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রশাসনের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই সময় শেনঝেন এবং তৎসংলগ্ন এলাকায় কোনও ভূমিকম্প হয়নি।

You May Also Like