ভোটের আগে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার মোহাম্মদ গাজীউদ্দিন

0 min read

ভোটের আগে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।ধৃতের নাম মোহাম্মদ গাজীউদ্দিন (৫৬)।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে।গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ গাজীউদ্দিনকে গতকাল রাতে আটক করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদ গাজী উদ্দিনকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মহামান্য আদালত গাজীকে তিনদিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ প্রদান করেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, “অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ইতিপূর্বে ২০১৬ সালে কাতলামারি গ্রামের একটি বড় গন্ডগোলের ঘটনাতেও মোহাম্মদ গাজী উদ্দিনের যোগ ছিল।” আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোন রকম নাশকতা ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করছে পুলিশ।

You May Also Like