ভ্যাকসিন কেনার জন্য ভিক্ষা চাই: চিত্র জলপাইগুড়ি শহরে

1 min read

অভিযোগ প্রশাসনের কাছে, দাবি করেও ভ্যাকসিন পাচ্ছেন না স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তাই বেসরকারি ভাবে ভ্যাকসিনের জন্য থালা বাটি নিয়ে ভ্যাকসিনের অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে। জলপাইগুড়ির কদমতলা দূর্গা বাড়ির কাছে শনিবার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভ্যাকসিনের দাবিতে থালা বাটি নিয়ে পথে বসেন। সংস্থার সম্পাদক অংকুর দাস বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে শববাহী গাড়ির পরিষেবা যেমন দিচ্ছি, করোনা আক্রান্ত পরিবার গুলির পাশে দাঁড়াচ্ছি, দুস্থ মানুষের জন্য পৌঁছে দিচ্ছি খাদ্য সামগ্রী, ভবঘুরেদের হাতে তুলে তুলে দিচ্ছি রান্না করা খাবার। ফলে যখন তখন আমরাও করোনা আক্রান্ত হতে পারি। তাই মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন কে আবেদন করেছিলাম ভ্যাকসিনের জন্য। কিন্তু প্রশাসন সরকারি ভ্যাকসিন দিচ্ছে না। ফলে আমাদের বেসরকারি ভ্যাকসিন নিতে হবে। প্রয়োজন টাকা। তাই আমরা থালা বাটি নিয়ে ভিক্ষা করছি যাতে বেসরকারি ভ্যাকসিন কিনে দিতে পারি।”

You May Also Like