রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ান করতে আসছে কেন্দ্র তরফে

0 min read

সম্প্রতি কদিন আগেই বাংলার বুকের ওপর দিয়ে বয়ে গেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর ভেসে গেছে কয়েকটি গ্রাম বহু মানুষ ঘর ছাড়া। এবার এই ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ানম করতে আজ বাংলায় আসছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এই প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব সহ অন্যান্য আধিকারিকরা। এ ছাড়াও কৃষি এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা থাকবেন। ৩ দিনের সফরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে নবান্নে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবেন এই কেন্দ্রীয় দল এবং রিপোর্ট সংগ্রহ করবেন। পরিদর্শন সেরে বুধবার তাঁদের দিল্লি ফেরার কথা।

হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে একটি দল কপ্টারে চড়ে রওনা দেবে পাথরপ্রতিমায়। অন্য আরেক দল কলকাতা থেকে সড়কপথে দিঘা যাবে। মন্দারমণির অবস্থাও ঘুরে দেখবেন। পরিস্থিতি পর্যালোচনা করে নবান্নে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল, এমনটাই জানান গিয়েছে। এদিকে, সোমবার মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন। যদিও রাজ্য এই পরিদর্শনকে গুরুত্ব দিতে নারাজ। বলা হয়েছে যে আমফানের সময়ও কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেছিল। কিন্তু খতিয়ান মেনে সেই অর্থ দেওয়া হয়নি রাজ্যকে।

You May Also Like