অক্সিজেন প্লান্ট বসাতে গড়িমসি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

0 min read

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রকল্প কার্যত বিশ বাঁও জলে।করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে অক্সিজেনের বিপুল প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ মেডিকেলে দুটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এখনও একটিরও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আর এই নিয়েই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের বিরোধ চরমে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের বক্তব্য, অক্সিজেনের চাহিদা মারাত্মকভাবে বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখেই এখানে দুটি অক্সিজেন প্ল্যান্টের কাজই যুদ্ধকালীন তৎপরতায় করতে বলা হয়েছিল। কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঢিলেমির জন্যই দ্বিতীয় ঢেউ দূরে থাক করোনার তৃতীয় ঢেউতেও এখানকার প্ল্যান্ট তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে।

You May Also Like