মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই, সুপারিশ দিল সুপ্রিম কোর্ট।

0 min read

মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই মর্মে সুপারিশ দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় দফার লকডাউন আবহে মদের দোকানে দীর্ঘ লাইন উদ্বেগে রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানের বাইরে বেড়েছে ভিড়। এই পরিস্থিতি এড়াতে হোম ডেলিভারির মোড়কে রাজ্যগুলোকে পরোক্ষে মদ বিক্রির পরামর্শ শীর্ষ আদালতের। শুক্রবার এই মর্মে দায়ের একটা জনস্বার্থ মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। সেই মামলায় আবেদন করা হয়েছিল, লকডাউন চলাকালীন মদের প্রত্যক্ষ বিক্রিতে নিষেধাজ্ঞা চাপাক আদালত। অর্থাৎ অফ শপের মাধ্যমে বন্ধ করা হোক মদ বিক্রি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, “আমরা এই মামলায় কোনও রায় দেব না। তবে সামাজিক দূরত্ব বজায়ে মদের পরোক্ষ বিক্রি বা হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারে রাজ্যগুলো।” এই মামলার তিন বিচারপতির বেঞ্চের সদস্যরা হলেন; বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কউল আর বিচারপতি বিআর গাভাই।

You May Also Like