মরিগাঁও জিলার ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি

0 min read

আসামের রিগাঁও জেলার ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি। মরিগাঁও জেলাপরিষদের অন্তগর্ত ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের সভানেত্রী মনুওয়ারা ফরাজী এবং তার স্বামী এমদাদুল ইসলামের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে পরেছে ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বাররা। সভানেত্রী মনুওয়ারা ফরাজী এবং তাঁর স্বামী এমদাদুল গ্ৰাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ড মেম্বার, ৫নং ওয়ার্ড মেম্বারের সাথে অনেকজন ওয়ার্ড মেম্বারকে অন্ধকারে রেখে অনেক টাকা আত্মসাত্ করেছে বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে।

জানা গেছে যে, ভূরাগাওঁ নতুন বাজারের নালা ণির্মানের নামে মঞ্জুর হওয়া ১৯ লক্ষ ৫২হাজার ৫৯৪ টাকা, বারোকাঠিতে সি সি ব্লক ণির্মানের নামে মঞ্জুর হওয়া ৪লক্ষ টাকা, ৬ন়ং ওয়ার্ডের জামেনহুর মাদ্রসার দেয়াল ণির্মানের নামে মঞ্জুর হওয়া ৬ লক্ষ ৫০ হাজার টাকা, ভূরাগাওঁ পুরাতনবাজারের একটি কালভার্ট এবং ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের অধিনে থাকা একটি মসজিদের চারিপাশের দেয়াল ণির্মানের জন্য মঞ্জুর হওয়া সমস্ত সরকারি ধন আত্মসাত্ করার অভিযোগ উত্থাপন করা হয়েছে সভানেত্রী এবং তার স্বামীর বিরুদ্ধে।উল্লেখযোগ্য যে এই সমস্ত ণির্মানকর্যের জন্য মঞ্জুর হওয়া টাকা আত্মসাত্ করে মাত্র সামান্য কিছু পরিমাণ টাকা খরচ করা হয়েছে। সভানেত্রী মনুওয়ারা ফরাজী, তার স্বামী এমদাদুল ইসলাম এবং পঞ্চায়েত সচীব মহেন্দ্র দাসের বিরুদ্ধে ভূরাগাওঁ পুলিশ থানায় মামলা দায়ের করা হয়েছে যদিও এখন পর্যন্ত ভূরাগাওঁ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম তদন্ত না করার দাবি করেন একংশ স্থানীয় বাসিন্দারা। এই প্রসংগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে ভূরাগাওঁ গ্ৰাম পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বাররা।

You May Also Like