অন্তত নিজের কাছে

Estimated read time 1 min read

পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি
আসলে নিজের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করছি,
অথচ আমার এখন স্বেচ্ছা নির্বাসনে যাবার কথা।
এ সময় অন্তত নিজের কাছে কিছু সত্য বলা প্রয়োজন –
ভালবাসা আজকাল ধারণায় বাঁচে
যেহেতু আমরা পরস্পরের থেকে ক্রমাগত দূরে সরে যাই।
এই জন্ম, এই অতীতচারিতা – হয়তো বিস্মৃতি চেয়েছিলাম,
আয়নার সামনে স্থির হয়ে দাঁড়ালে স্পষ্ট দেখতে পাই
বুকের মধ্যে বইছে একটা নদী
তীব্র জলস্রোতে ভেসে যাচ্ছে যাপিত জীবন।

………রঞ্জন চক্রবর্ত্তী

You May Also Like

More From Author