মাত্র বারো ঘন্টায় হাওড়া থেকে দিল্লি

1 min read

করোনা কালে গোটা দেশ জুড়ে যখন রেল পরিষেবা ব্যাহত, হাওড়া নয়া দিল্লি রুটকে ঢেলে সাজাচ্ছে ইস্টার্ন রেলওয়ে। হাওড়া থেকে দিল্লি যেতে এখনো অব্দি কম সময় নেয় রাজধানী এক্সপ্রেস, ঘন্টায় ১৩০ কিমি বেগে দিল্লি পৌঁছে দেয় যাত্রীদের , বর্তমানে আরো ৫ ঘন্টা আগে যাত্রী দের পৌঁছানোর কাজ দ্রুতগতি তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাত্র ১২ ঘন্টায় হাওড়া থেকে দিল্লি পৌঁছবে সেই ট্রে। ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে হাওড়া-দিল্লি ও দিল্লি-মুম্বাই ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানোর প্রচেষ্টা শুরু হয়েছ এবং প্রাথমিক আনুমানিক খরচ ৬ হাজার কোটি টাকার হিসেব জারি করা হয়েছ।

ওভারহেড ইলেক্ট্রিকাল মডিফিকেশন, ট্র্যাক মডিফিকেশন, সীমানা প্রাচীর নির্মাণ এবং ট্র্যাক অভয়ডেন্স সিস্টেম রেডি রাখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সেক্ষেত্রে চালক সিগন্যাল দেখে ব্রেক না কষলেও সয়ংক্রিয় ভাবে কাজ করবে ব্রেক।

উল্লেখ্য, শিলিগুড়ি থেকে সিকিম ও রেল পরিষেবার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

You May Also Like