মালদ্বীপেই এএফসি কাপ খেলবে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি

1 min read

করোনা আবহে পিছিয়ে যাওয়ার পর আগামী আগস্টেই আয়োজিত হবে এএফসি কাপ। বেঙ্গালুরু এফসি, এটিকে মোহনবাগানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মালদ্বীপেই। এমনটাই জানানো হয়েছে এএফসির পক্ষ থেকে।

এশিয়ান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট টুর্নামেন্টের প্লে-অফে মুখোমুখি হবে মালদ্বীপের ইগলস এবং বেঙ্গালুরু এফসি। ওই ম্যাচ যারা জিতবে, তারা গ্রুপ ডি’তে থাকবে। এই গ্রুপে আগে থেকেই রয়েছে এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্লে-অফের ম্যাচটির পর আগামী ১৮, ২১ এবং ২৪ আগস্ট গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলা হবে। অর্থাৎ ওই তিনদিন মাঠে নামবে হাবাসবাহিনী। এদিকে, করোনার কারণে দোহায় আয়োজিত এএফসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে এএফসির পক্ষ থেকে।

You May Also Like