মিটতে পারে এবার অক্সিজেনের চাহিদা

1 min read

দেশে লাগামহীন ভাবে আছড়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। যা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। আর এই ভয়ংকর মুহূর্তে সব চেয়ে বেশি চাহিদা অক্সিজেনের। সারাদেশে সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেনের। এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত চলছে বেশ কয়েকদিন ধরে। এই আবহে মামলা গড়ায় সুপ্রিমকোর্টে। এবার মামলার রায় দিল সুপ্রিমকোর্ট। প্রতিদিন ৭০০ মেট্রিক টন করে অক্সিজেন সরবরাহ করতে হবে দিল্লিকে। কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।

আদালতের নির্দেশ মানতে হবে কেন্দ্রীয় সরকারকে। নইলে কড়া পদক্ষেপ করা হবে কেন্দ্রের বিরুদ্ধে। পাশাপাশি কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে বলে কেন্দ্রকে। অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা সম্ভব নয়।

You May Also Like