মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় কেন্দ্রের তরফে

0 min read

দেশে সরকারি ভাবে কোভিডে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ মানুষের। কোভিডে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এই পরিমাণ ক্ষতিপূরণ দিলে দুর্যোগ মোকাবিলা তহবিল শেষ হয়ে যাবে বলে সুপ্রিমকোর্টকে জানাল কেন্দ্র। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালে ৪ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয় সেই ব্যক্তির পরিবারকে। একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ব্যাখ্যা, শুধুমাত্র কোভিডের ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়ে অন্য রোগের ক্ষেত্রে না দেওয়া হলে তা অন্যায় হবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জনের। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

কেন্দ্রের বক্তব্য, করোনা আবহে স্বাস্থ্যখাতে রাজ্যগুলির খরচ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলির পক্ষে করোনায় মৃত প্রতিজনের পরিবারকে চার লক্ষ টাকা অর্থ সাহায্য করা সম্ভব হবে না। কেন্দ্র ১৮৩ পাতার হলফনামায় জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্র যে মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে তাতে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়।

You May Also Like