মেধাতালিকায় নেই কলকাতার কোনও স্কুল

0 min read

এবার মেধা তালিকায় স্থান পেল না কলকাতার কোনও স্কুল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেই কলকাতার কোনও পড়ুয়া।  কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। রাজ্যে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। পাশের নিরিখে শীর্ষ স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর। ছাত্রদের পাশের হার ৮৯.৮৭ শতাংশ ও ছাত্রীদের ৮৩.৪৮ শতাংশ।

মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি এবছর অর্থাৎ ১২.৭২ শতাংশ। সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার।। যদিও  প্রথম তিনে থাকা ৬ জনই জেলার। প্রথম দশে ৮৪ জন

মার্কশিট দেওয়ার জন্য এক সপ্তাহ সময় নিয়েছে পর্ষদ। অভিভাবকদের স্কুলে গিয়ে রেজাল্ট সংগ্রহ করতে হবে। আগামী ২২ জুলাই থেকে মার্কশিট দেওয়া শুরু হবে।

You May Also Like