যুক্তরাজ্যে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

1 min read

ইউরোপ-আমেরিকার মতো ধীরে ধীরে যুক্তরাজ্যও করোনা ভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হতে চলেছে। দেশটিতে দেশিটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৯৩৮ জন। মহামারি শুরুর পর থেকে সেখানে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইংল্যান্ডে, ৬ হাজার ৪৩৮ জন। এরপর স্কটল্যান্ডে ৩৬৬ জন, ওয়েলসে ২৩৫ জনও নর্দার্ন আয়ারল্যান্ডে ৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইংল্যান্ডে মারা গেছেন ৮২৮ জন, স্কটল্যান্ডে ৭০ জন, ওয়েলসে ৩৩ জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পাঁচজন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬১ হাজার, মারা গেছেন ৭ হাজার ৯৭ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৩৩২ জন।

You May Also Like