রাজ্যের সরকারি স্কুলগুলো ১ জুলাই থেকে খোলার কথা।

0 min read

করোনা ভাইরাস ও তার জেরে জারি হওয়া লকডাউন, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বহুদিন ধরেই বন্ধ রয়েছে। যদিও আগামী ৩০ জুনের পর থেকে কলকাতা সহ রাজ্যের সরকারি স্কুলগুলো খোলার কথা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে, আপাতত ১ জুলাই থেকে রাজ্যের স্কুলগুলো খোলা হলেও বিকল্প দিন হিসাবে ক্লাসের সূচি তৈরি করে পঠনপাঠন চালানো হবে। অর্থাৎ ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ভাগে ভাগ করে একদিন অন্তর একদিন ক্লাসে যোগ দেওয়ার কথা বলা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব জারি রাখতেই ওই বিকল্প দিন হিসাবে ক্লাস চলার কথা ঘোষণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়গুলিকে একটি “বিকল্প মডেল” অনুসরণ করতে বলা হবে এবং সমস্ত বিভাগকেই সামাজিক দূরত্বের নিয়মটি মেনে চলতে হবে। এই “বিকল্প মডেল” সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এর বিস্তারিত বিবরণ পরে জানানো হবে। তবে শিক্ষা দফতর সূত্রে খবর, বিকল্প মডেল বলতে স্কুলের ছাত্রছাত্রীদের নির্দিষ্ট দলে ভাগ করে একদিন অন্তর একদিন করে ক্লাস করানো হবে।

You May Also Like