মিশে যেতে চলছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন

করোনা সংক্রমণ রোধ করার একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরই সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ রোধ করার জন্য চলতি বছর জানুয়ারি মাস থেকে টিকাকরণ কর্মসূচি চলছে দেশজুড়ে। সার্বিকভাবে টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্রন কতটা কার্যকর তা নিয়ে আলোচনা তুঙ্গে। আবেদনের প্রেক্ষিতে এবার মিশ্র টিকাকরণ নিয়ে পরীক্ষার অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আইসিএমআর আগেই মিশ্র টিকাকরণ নিয়ে গবেষণা করেছে। সেই গবেষণার ফল কিছুদিন আগেই প্রকাশ করে আইসিএমআর। রিপোর্টে ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী বলে উল্লেখ করা হয়েছে। তবে সিএমসিতে হতে চলা এই ট্রায়াল সম্পূর্ণ আলাদা হবে। এই পরীক্ষা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিসিজিআই।

এই ট্রায়ালের মাধ্যমে দেখে নেওয়া হবে, এক ব্যক্তিকে প্রয়োজনে দুটি আলাদা আলাদা টিকার ডোজ দেওয়া যাবে কিনা। আর এই মিশ্র টিকাকরণের কার্যকারিতাও খতিয়ে দেখা হবে পরীক্ষার মাধ্যমে। এর আগে আইসিএমআর-এর মিশ্র টিকাকরণের পরীক্ষায় ১৮ জনের শরীরে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড করোনার দুটি ভ্যাকসিনের একটি করে ডোজ দেওয়া হয়েছিল। এর পর তাঁদের শরীরের রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা চালায় আইসিএমআর। সেই গবেষণাতেই দুই ভ্যাকসিনের মিলিত প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করা হয়।