রেকিট ও এডিআরএ ইন্ডিয়া-র বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

1 min read

কনসিউমার-হেলথকেয়ারের গ্লোবাল লিডার রেকিট, এডিআরএ ইন্ডিয়ার সঙ্গে মিলিতভাবে ডুরেক্স লেড দ বার্ডস অ্যান্ড বীস টক প্রোগ্রামের অধীনে উত্তর-পূর্ব ভারতের ৬ টি রাজ্যে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ার উদ্দেশ্য নিয়ে ২০২১এর বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে সম্মানিত সরকারি ও সামাজিক প্রতিনিধিদের উপস্থিততে শিক্ষার্থীরা নিজদেরকে পরিষ্কার, পরিছন্ন রাখার প্রতিশ্রুতি নিয়েছে।

আরবি হেলথ এএমইএসএ এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপের ডিরেক্টর রভি ভাটনাগার বলেছেন, আমি সকল সরকারী ও সামাজিক প্রতিনিধিদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশ্ব স্বাস্থ্য দিবসে ডুরেক্স লেড দ বার্ডস অ্যান্ড বীস টক প্রোগ্রাম ছেলেমেয়েদের জীবনের দক্ষতা, জ্ঞান ও মনোভাব সম্পর্কে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করার জন্য একটি ইউনিক প্লাটফর্ম দিয়েছে যা ভবিষ্যতে নানা সুযোগ সুবিধে বুঝতে তাদের সাহায্য করবে।

You May Also Like