লকডাউনের তারিখ নিয়ে চরম ধন্দ রাজ্যজুড়ে, ২ ও ৯ অগস্ট বদল

0 min read

লকডাউনের তারিখ নিয়ে চরম ধন্দ রাজ্যজুড়ে। ঘণ্টার মধ্যে ফের সেই তালিকা বদল করেন তিনি। তবে এখানেই শেষ নয়। মঙ্গলবার রাতে আবারও বদলালো লকডাউনের দিন। সরকারের তরফে টুইট করে জানানো হল, ২ আর ৯ তারিখ পূর্ব ঘোষণা অনুযায়ী লক়ডাউন বহাল থাকছে না রাজ্যে।

টুইট করে সরকারি ভাবে যে ঘোষণা করা হয়েছে ২ এবং ৯ অগস্ট লকডাউন থাকবে না, তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। লেখা হয়েছে, রাজ্যজুড়ে লকডাউনের তালিকা ঘোষণা করার পরে বিভিন্ন গোষ্ঠীর তরফে তারিখ বদলের অনুরোধ এসেছে সরকারের কাছে। কারণ কিছু বিশেষ সম্প্রদায়ের উৎসব ও অনুষ্ঠান পড়েছে এই দুই দিন। তাই সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে ২ ও ৯ অগস্ট– এই দু’টি তারিখে লকডাউন তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে টুইটে

মুখ্যমন্ত্রী আজ বিকেলে, অগস্ট মাসে ৯ দিন রাজ্যে পুরোপুরি লকডাউন হবে বলে জানান । সেই তারিখগুলি হল, ২ অগস্ট রবিবার, ৫ অগস্ট বুধবার, ৮ অগস্ট শনিবার, ৯ অগস্ট রবিবার, ১৬ অগস্ট রবিবার, ১৭ অগস্ট সোমবার, ২৩ অগস্ট রবিবার, ২৪ অগস্ট সোমবার এবং ৩১ অগস্ট সোমবার।এবার সেখান থেকেও ফের বদল হল তারিখে

অনেকেই বলছেন, এমনিতেই করোনা ও লকডাউন নিয়ে মানুষ প্রবল বিভ্রান্তিতে। এই পরিস্থিতিতে এভাবে লকডাউন নিয়ে ক্ষণেক্ষণে সিদ্ধান্ত বদল করে যেন আরও বিভ্রান্তি বাড়াচ্ছে খোদ সরকারই।

You May Also Like