শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযান পুলিশের

0 min read

যুব ও তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর পাশাপাশি এবার শিলিগুড়ি শহরে বেআইনিভাবে নেশার ওষুধ বিক্রির ওপর হানা দেওয়া শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালায় ডন বসকো স্কুল সংলগ্ন একটি ওষুধের দোকানে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই দোকানে বেআইনিভাবে মজুদ রাখা হয়েছে প্রচুর বেআইনি কাফ সিরাপ এবং নেশার ট্যাবলেট। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ দল। মিলে যায় সাফল্য। উদ্ধার হয় প্রচুর বেআইনিভাবে মজুত রাখা কাফ সিরাপ এবং নেশার ওষুধ। এই ঘটনায় দোকানের মালিক কে আটক করেছে পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই ওষুধের দোকান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত নেশার ওষুধ এবং কাফ সিরাপ। অবশেষে সোমবার রাতে মিলেছে সাফল্য। উদ্ধার হওয়া ওষুধের কোনো নথি দেখাতে পারেনি দোকান মালিক। পুলিশের সন্দেহ এই কাফ সিরাপ এবং নেশার ওষুধ এই দোকান থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত। আর সেখান থেকেই চলে যেত যুব ও তরুণ প্রজন্মের হাতে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ মাদক বিরোধী অভিযান চালাবে।

You May Also Like