বিশ্ব জুড়ে নতুন বিভ্রাট

1 min read

বিশ্ব জুড়ে নতুন সংকট। হঠাৎই নেটবিভ্রাট বিশ্বজুড়ে। বিশ্ব বিভিন্ন স্থানে আচমকাই বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা। কাজ করছে না একাধিক বড় সংবাদমাধ্যমের ওয়েবসাইট। বিশ্বজুড়ে নিউইয়র্ক টাইমস, ফিন্যানশিয়াল টাইমস, ব্লুমবার্গের সাইট ডাউন। সমস্যায় পড়তে হয় আমাজনের মতো ই-কমার্স সাইটকেও। কেন এমনটা হয়েছে, তা এখনও জানা যায়নি। এদিন সকাল থেকেই বিশ্বজুড়ে এই সমস্যায় পড়েছেন বহু মানুষ। যার ব্যাপক প্রভাব ভারতেও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদমাধ্যম থেকে সরকারি ওয়েবসাইট, বসে গিয়েছে সবই। সাধারণত যান্ত্রিক কারণেই সার্ভারের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে এই ঘটনার সঙ্গে কোনও ভাবে হ্যাকাররা যুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

You May Also Like