শুরু হতেই শেষ করতে হলো অধিবেশন

0 min read

শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে হল ভাষণ। উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিক্ষোভের চিৎকার উঠলো চারদিকে। চরমে পৌছালো রাজ্য রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার বিধানসভায় সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন হওয়ার কথা ছিল। নিয়ম মেনে এদিন অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যপালের বক্তৃতা শুরু হতেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের হইহট্টগোলে কার্যত মাঝপথে থমকে গেল রাজ্যপালের ভাষণ। চার মিনিটের মধ্যেই ভাষণ শেষ করলেন রাজ্যপাল। বেরিয়ে যেতে বাধ্য হন রাজ্যপাল। রাজ্যপালকে বিদায় জানাতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই ঘটনার জেরে বাজেট অধিবেশনের শুরুতেই ধাক্কা খেল গোটা কার্যপদ্ধতি। পালটা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই থেকে আঁচ ছিল যে সংঘাত লাগছে চলেছে। মনে করা হচ্ছে, আজকের মতো মুলতুবি রইল বিধানসভা বাজেট অধিবেশন।

তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল। কোভিড পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের জন্য বিধানসভা কক্ষে কোনও ক্যামেরা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, স্পিকার – সকলেই বিধানসভায় হাজির হলে অধিবেশন শুরু হয়। প্রথা অনুযায়ী, রাজ্যপালের উদ্বোধনী ভাষণ দিয়ে বিধানসভার কার্যপদ্ধতির সূচনা হয়। এবার কোভিড পরিস্থিতিতে রাজ্যপালের সেই ভাষণের লাইভ সম্প্রচার হয়নি। তা ঘিরে আগেই অসন্তোষ ছিল।

You May Also Like