শ্রমিক পরিবারকে আর্থিক সাহায্য সোনুর

1 min read

লকডাউনের সময় যেসব শ্রমিকরা মারা গিয়েছেন, বা আহত হয়েছেন, সেরকম ৪০০-র বেশি পরিবারকে সাহায্য করবেন বলিউডের অভিনেতা সোনু সুদ। ৪৬ বছরের এই অভিনেতা জানিয়েছেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, লকডাউনে মারা গিয়েছেন, বা আহত হয়েছেন, এরকম শ্রমিকের পরিবারকে সাহায্য করব। আমি মনে করি তাঁদের সাহায্য করা আমার কর্তব্য। ইতিমধ্যেই এরকম ৪০০-র বেশি পরিবারের সঙ্গে কথা বলেছি আমি। কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে।”

জানা গিয়েছে, ইতিমধ্যেই ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের একাধিক রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে সোনু সুদের। লকডাউনে মৃত বা আহত শ্রমিকদের পরিবারের খোঁজ করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বের করার আবেদন করেছেন অভিনেতা। সেই বিষয়েই কাজ করছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনগুলি। মহারাষ্ট্র থেকে শুরু করে তামিলনাড়ু, কেরল হয়ে বিহার, সব রাজ্যের শ্রমিকদের জন্য সমান উদ্যোগ নিয়েছিলেন অভিনেতা। শ্রমিকদের জন্য একটা হেল্পলাইন নম্বরও চালু করেছিলেন অভিনেতা। যাঁদের সমস্যা হয়েছে, তাঁদের সেই নম্বরে ফোন করে জানানোর কথা বলেছিলেন তিনি।

You May Also Like