সংক্রমণ দমনে এবার কুষ্ঠর টীকা? খতিয়ে দেখছেন ভারতীয় বিজ্ঞানীরা

1 min read

করোনা ভাইরাসকে বাগে আনতে এবার নতুন পরীক্ষা শুরু করলেন ভারতীয় বিজ্ঞানীরা। কুষ্ঠ নিরাময়ের (Leprosy Vaccine) সঙ্গে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমন টীকা নিয়ে কাজ শুরু করলেন তাঁরা। অর্থাৎ টীকা একটাই কিন্তু একাধিক ক্ষেত্রে কার্যকরী। এমন টীকা এই ভাইরাসকে দমন করতে পারবে কিনা, তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। শুক্রবার এনডিটিভির কাছে এই দাবি করেছেন সিএসআইআর কর্তা। সরকারি অর্থে চালিত দেশের সর্ববৃহৎ গবেষণা কেন্দ্র এই সিএসআইআর। সেই কেন্দ্রের প্রধান চিকিৎসক শেখর মান্ডে বলেছেন, “ডিসিজিআইয়ের অনুমোদন পেয়ে আমরা এমডাবলু টীকার ওপর কাজ শুরু করেছি। কুষ্ঠ নিরাময়ে এই টীকা কার্যকরী।” এই প্রসঙ্গে উল্লেখ্য, এই ডিসিজিআই দেশের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা।

You May Also Like