সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করার আর্জি জানাল দিল্লি।

1 min read

সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করার আর্জি জানাল দিল্লি। অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের উত্তীর্ণ করে দেওয়া হোক বলে কেন্দ্রের কাছে এই আর্জি জা‌নিয়েছে দিল্লি। মঙ্গলবার দিল্লি সরকার কেন্দ্রের কাছে আর্জি জানায়, সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করে দেওয়ার ব্যাপারে। যেহেতু সিবিএসই দেশব্যাপী করোনা সঙ্কটের কারণে পরীক্ষা নিতে পারেনি, তাই এই আর্জি জানিয়েছে তারা। এর পাশাপাশি সমস্ত ক্লাসের সিলেবাস ৩০ শতাংশ হ্রাস করার আবেদনও জানিয়েছে দিল্লি সরকার। একই সঙ্গে জেইই, এনইইটি ও অন্যান্য উচ্চশিক্ষার পরীক্ষার ক্ষেত্রেও কোর্স ছোট করার আবেদন জানানো হয়েছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন।

You May Also Like