সীমান্তে ফের ভারত-চিন সেনা হাতাহাতি….

1 min read

নিজস্ব সংবাদাতা:  সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে রীতি মতো হাতাহাতি। ব্যাপক উত্তেজনা ছড়ালো ফের । ঘটনাস্থল লাদাখ। দু পক্ষের জওয়ানরা পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। প্যাংগঙ লেকের কাছেই প্রায় সম্মুখসমরে অবতীর্ণ হয় দু দেশের বাহিনী। সূত্রের খবর, গত বুধবার ভোরে পূর্ব লাদাখের ১৩৪ কিমি লম্বা প্যাংগঙ লেকের উত্তর তীরে এই ঘটনা ঘটে। এই লেকের দুই-তৃতীয়াংশই চিনের নিয়ন্ত্রণে রয়েছে। লেকটি তিব্বত থেকে লাদাখ পর্যন্ত এসেছে। জানা গিয়েছে, ‘প্যাট্রলিংয়ের সময় পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে ভারতীয় জওয়ানদের। ওই এলাকায় তাঁদের যেতে বাধা দেয় সেনা। এর থেকেই যুযুধান দুই সেনার জওয়ানদের মধ্যে ঝামেলা ও হাতাহাতি শুরু হয়। দু দেশই ওই এলাকায় আরও বাহিনী পাঠানো হয়। সন্ধে পর্যন্ত এই উত্তেজনার পরিবেশ বজায় থাকে।’

ভারতীয় সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তিগুলিকে সামনে রেখে ব্রিগেডিয়ার র‌্যাংকের অফিসারদের বৈঠকে দু দেশের বাহিনীর মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) ঠিক কোথা দিয়ে গিয়েছে, তা নিয়ে দ্বন্দ্বের কারণে অনেক সময় এমন ঘটনা ঘটে। সীমান্ত কর্মীদের বৈঠক ও ফ্ল্যাগ মিটিঙের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিতীয় বৈঠকে সামিল হতে ভারত সফরে আসছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সময় অরুণাচলপ্রদেশে ‘ভীম বিজয়’ মহড়া চালাবে ভারতীয় সেনাবাহিনী। ডোকলাম দ্বন্দ্বের পর ২০১৮ সালের এপ্রিলে ইউহানে মোদী-জিনপিঙের প্রথম বৈঠক হয়েছিল।

You May Also Like