সেলফ স্ক্যান: নিজস্ব অ্যাপ বানাল রাজ্য সরকার,”আত্মনির্ভর ভারত”এর একধাপ এগিয়ে

1 min read

গত কয়েকদিন আগেই ভারত সরকার জনপ্রিয় চিনা অ্যাপ ক্যাম স্ক্যানারকে নিষিদ্ধ করেছে ৷ এবার নথিপত্র স্ক্যান করার জন্য নিজস্ব অ্যাপ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার৷ নতুন এই অ্যাপের নাম ‘সেলফ স্ক্যান’৷

এদিন নবান্নে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, রাজ্যের আইটি দফতর এই অ্যাপ তৈরি করেছে৷ বিনামূল্যেই এই অ্যাপ ব্যবহার করা যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় তৈরি এই অ্যাপ গোটা দেশকে পথ দেখাবে৷ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও এই অ্যাপ জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

You May Also Like