স্মার্টফোনের জন্য বেঁচে দিতে হলো পরিবারের একমাত্র সম্বল গরু

ছেলেমেয়েদের অনলাইন পড়াশোনার জন্য পরিবারের একমাত্র সম্বল গরুটিকে বেঁচে দিতে বাধ্য হলেন এক দরিদ্র পরিবার।ঘটনাটি ঘটেছে হিমাচলপ্ৰদেশে। করোনার জন্য দুই ছেলেমেয়ের স্কুল বন্ধ।ক্লাস বন্ধ থাকায় শুরু হয়েছে অনলাইন ক্লাস।কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনার এই সুযোগের অন্তরায় একটি স্মার্টফোন।এক স্মার্টফোনের অভাবে দরিদ্র পরিবারটির ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল।অবশেষে পরিবারের একমাত্র সম্বল গরুটিকে ছয় হাজার টাকায় বিক্রি করে স্মার্টফোন কিনে দেন ওই কৃষক।এরপর ওই পরিবার কিভাবে চলবে ? এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পরে গিয়েছে দেশজুড়ে। সূত্রের খবর কৃষকটি এক স্মার্টফোনের টাকা জোগাড় করতে নানা বেসরকারি ব্যাংক ঘুরেছেন কিন্তু ঋণ পাননি।অবশেষে নিজের রুটিরুজির একমাত্র সহায় গরুটিকেই বিক্রি করে দেন।ঘটনাটি শোরগোল হতেই স্থানীয় বিজেপি নেতা স্থানীয় বিডিও জেলা প্রশাসন কে চিঠি দিয়ে জানিয়েছে কৃষককে সাহায্য করার জন্য

You May Also Like