৩২৩০ ট্রাক্টর মডেলের ২০তম বর্ষ

1 min read

২০তম বর্ষপূর্তি উদযাপন চলছে নিউ হল্যান্ড এগ্রিকালচারের জনপ্রিয় ৩২৩০ ট্রাক্টর মডেলের। নিউ হল্যান্ডের ৩২৩০ হল প্রথম মডেল যাতে কিছু লক্ষ্যণীয় ফিচার যোগ করা হয়েছে, যেমন লিফট-ও-ম্যাটিক, সাইড শিফট কনস্ট্যান্ট মেশ এএফডি গিয়ার বক্স, রিয়াল অয়েল ইমার্সড মাল্টিডিস্ক ব্রেকস (ওআইবি), সফটেক ক্লাচ, ইকোনমি পিটিও ইত্যাদি। এর পাওয়ারফুল ইঞ্জিন বিশ্বাসযোগ্য ও দীর্ঘস্থায়ী। ৩২৩০ মডেলের প্রোডাকশন শুরুর পর থেকে নিউ হল্যান্ড ৭৫,০০০-এরও বেশি ইউনিট বিক্রয় করেছে। ২০০১ সালে লঞ্চের পর থেকে দুই দশকে এই মডেলের পরম্পরা বজায় রেখে কয়েকটি ভেরিয়েন্ট আনা হয়েছে।

১২৫ বছর ধরে আস্থার প্রতীকরূপে গণ্য হয়ে চলেছে এগ্রিকালচার মেশিনারির অন্যতম পথিকৃৎ নিউ হল্যান্ড এগ্রিকালচার। ভারতে এই ব্র্যান্ডের গ্রাহকের সংখ্যা ৫ লক্ষেরও বেশি। এদেশে কোম্পানির কাস্টমার টাচপয়েন্টের সংখ্যাও ১০০০-এর অধিক। এই কোম্পানির একটি আধুনিক ট্রাক্টর কারখানা রয়েছে গ্রেটার নয়ডায়, যেখানে তাদের অন্যান্য আন্তর্জাতিক কারখানার মতোই গুণমান বজায় রাখা হয়।

You May Also Like