নতুন রেকর্ড তৈরি করল সিগ্রাম’স ১০০ পাইপার্স

1 min read

জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সিগ্রাম’স ১০০ পাইপার্স দুটি রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এরফলে ভারতে সর্বাধিক বিক্রীত স্কচ হুইস্কি সিগ্রাম’স ১০০ পাইপার্স আবার নতুন মাইলস্টোন অতিক্রম করে ইন্ডাস্ট্রিতে নজির সৃষ্টি করেছে। বর্তমানে ১০০ পাইপার্স ভারতের প্রথম ও একমাত্র স্কচ হুইস্কি ব্র্যান্ড যা বার্ষিক বিক্রয়ে ১ মিলিয়ন কেস পার হতে পেরেছে। 

সিগ্রাম’স ১০০ পাইপার্স বর্তমানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্কচ হুইস্কি ব্র্যান্ড। এদেশের গ্রাহকদের কাছে প্রকৃত ‘গ্লোবাল এক্সপিরিয়েন্স’ বহন করে এনেছে সিগ্রাম’স ১০০ পাইপার্স, কারণ এই ইউনিক স্কচ ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট ও সাউথ আমেরিকায়। ২০১২ সালে লঞ্চের পর এই প্রথম এই ব্র্যান্ডের প্রিমিয়াম ভেরিয়েন্ট ‘১০০ পাইপার্স ব্লেন্ডেড স্কচ, এজেড ১২ ইয়ার্স’ বার্ষিক বিক্রয়ে ১০০,০০০ কেস অতিক্রম করেছে। এটি বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রীত ‘১২ ইয়ার ওল্ড স্কচ’। সম্প্রতি এই ব্র্যান্ডের তরফে নতুন ভেরিয়েন্ট ‘১০০ পাইপার্স ব্লেন্ডেড মল্ট স্কচ, এজেড ৮ ইয়ার্স’ লঞ্চ্‌ করা হয়েছে, যা স্ট্যান্ডার্ড স্কচ ক্যাটাগরিতে প্রথম ও একমাত্র ‘১০০% মল্ট স্কচ’ হিসেবে স্থান পেয়েছে।

You May Also Like