ইম্ফলে শুরু ১১তম সাঙ্গাই উত্সব

1 min read

২১ নভেম্বর থেকে ইম্ফলের হাফতাকাঞ্জিবুং গ্রাউন্ডে শুরু হয়েছে ১১তম সাঙ্গাই উত্সব। চলবে নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, সাঙ্গাই  উত্সব শুরু থেকে শেষ দিন পর্যন্ত ইম্ফলের এই হাফতাকাঞ্জিবুং গ্রাউন্ডটি জি২০ ইন্ডিয়া প্যাভিলিয়ন হোস্ট করবে৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং এই সাঙ্গাই  বলেন,  জি২০ হোস্ট করতে পেরে আমরা গর্বিত।

তিনি বলেন, এড় ফলে  দর্শকরা ভারতের জি২০ প্রেসিডেন্সি এবং মণিপুরের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। জানাগেছে, ২৬  নভেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং মণিপুরের  আইকনিক সাঙ্গাই উত্সব পরিদর্শন করবেন।

উল্লেখ্য, সাঙ্গাই ফেস্টিভ্যালে জি২০ প্যাভিলিয়ন তরুণদের জন্য ভিডিও ডিসপ্লে  এবং আইইসি সামগ্রীর আকারে ভারতের জি২০ প্রেসিডেন্সির গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে শিক্ষামূলক সামগ্রী সরবরাহ করবে যা প্যাভিলিয়নে দর্শকদের জন্য উপলব্ধ করা হবে। এছাড়া ২০২৩ সালের এপ্রিল মাসে জি২০-র অন্তর্ভুক্ত দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও হবে মনিপুরে।

You May Also Like