চাঁদে পা রাখল জাপান, টেক্কা দিতে পারল না ইসরোকে

1 min read

চাঁদে পা রাখল জাপান। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে শুক্রবার জাপানি মহাকাশযান ‘মুন স্নাইপার’ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে টেক্কা দিতে পারেনি তারা।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাপানের চন্দ্র অভিযান সুষ্ঠুভাবে এগোয়নি। চাঁদের মাটি স্পর্শ করার পরও ‘মুন স্নাইপার’-এ যান্ত্রিক সমস্যা হয়। ফলে এই অভিযান কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে জাপানি মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (স্লিম) বা ‘মুন স্নাইপার’-এ সৌরশক্তি পৌঁছাচ্ছে না। চন্দ্রপৃষ্ঠে নিয়মিত কাজকর্মের জন্য সৌরশক্তির উপর নির্ভর করা হয়। জাপানি ল্যান্ডারের সেই সৌরশক্তি চালিত যন্ত্রটিতে ত্রুটি দেখা দেয়। অবিলম্বে এটি ঠিক করা প্রয়োজন। অন্যথায় চন্দ্র অভিযান ব্যর্থ হবে।

উল্লেখ্য যে ২৩ আগস্ট ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করেছিল। পাঁচ মাসের মধ্যেই জাপান চন্দ্র অভিযানে সফল হয়েছিল। তবে এই আনন্দের মুহূর্ত কিছুটা ম্লান হয়ে যায় আংশিক ব্যর্থতার জন্য। অন্যদিকে, ভারতের চন্দ্র অভিযান ১০০ শতাংশ সাফল্যের সাথে শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে নির্ধারিত স্থানে অবতরণ করে। রোভার প্রোব পেট থেকে বেরিয়ে এসে চন্দ্রপৃষ্ঠে কাজ শুরু করে। চাঁদের অন্ধকার দিক নিয়ে অনেক অজানা তথ্য উঠে এল ইসরোর হাতে। সেই জায়গা থেকে জাপানের মহাকাশ সংস্থা ইসরোকে হারাতে পারেনি।

You May Also Like