পুজোর অনুদানকে কেন্দ্র করে দায়ের হল মামলা

1 min read

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা নিয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোর রাজ্যের ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার সরকারি ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়েই এবার নতুন আবেদন জমা পড়ল কলকাতা হাই কোর্টে৷ এর আগে রাজ্যের পুজো কমিটিগুলিকে যখন ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হত, তখনও এর বিরোধিতায় মামলা হয়েছিল৷

রাজ্য সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেছিলেন সৌরভ দত্ত নামে জনৈক ব্যক্তি। এবছর ৭০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সরকার৷ পূর্ববর্তী জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে এই মামলাকে সংযুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।

You May Also Like