মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট

0 min read

কোচবিহার বানেশ্বরের ঐতিহ্য কচ্ছপের মৃত্যু ও চুরি হয়ে যাওয়া নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে আজ ৬ ঘন্টা বানেশ্বর বন্ধের ডাক দিল মোহন রক্ষা কমিটি ও স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এদিন বন্ধের ডাক দিয়েছে মোহন রক্ষা কমিটি।
সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বানেশ্বর এলাকায় বন্ধ থাকবে সমস্ত দোকানপাট স্কুল কলেজ। বন্ধের পাশাপাশি বানেশ্বর বড়তলা এলাকায় কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে রেখে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। যার ফলে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কের উপর যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই বানেশ্বর এ সমস্ত দোকানপাট গুলো বন্ধ রয়েছে। বন্ধকে সমর্থন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী।
বন্ধকে সমর্থন করতে সকাল থেকেই রাস্তায় রয়েছে মোহন রক্ষা কমিটির সদস্য থেকে শুরু করে এলাকার সমস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

কোচবিহার বানেশ্বরের ঐতিহ্যবাহী শিব মন্দির শিব দিঘিতে রয়েছে কচ্ছপ। সিদ্দিকীর পাশাপাশি এলাকার সমস্ত পুকুর খাল মিলে কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপ ঐতিহ্যবাহী। বানেশ্বর শিব মন্দির ও কচ্ছপকে কেন্দ্র করে এলাকায় প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক আসে। যার উপর নির্ভর এলাকার ব্যবসায়ীরা। তবে বানেশ্বর শিব দিঘির কচ্ছপের দেখাশোনার দায়িত্বে রয়েছে কোচবিহার জেলা প্রশাসনের দেবত্র ট্রাস্ট বোর্ড।
অভিযোগ, দিঘির কচ্ছপের পাশাপাশি এলাকায় বিভিন্ন পুকুর থেকে কচ্ছপ চুরি হয়ে যাচ্ছে।
অন্যদিকে, প্রতিদিনই খাবার না পেয়ে কচ্ছপগুলো রাস্তায় চলে আসায় দুর্ঘটনাও মৃত্যু হচ্ছে কচ্ছপের। যে কচ্ছপের উপর নির্ভর এলাকার পর্যটন শিল্প। সেই কচ্ছপ এখন বানেশ্বর থেকে বিলুপ্ত হতে যাচ্ছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ বন্ধের ডাক। এরপরে সুরাহা না হলে তারা অন্য পথ বেছে নেবে।

You May Also Like