পড়ুয়াদের খেলার প্রতি উৎসাহ দিতে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন

1 min read

স্কুল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব, ক্রীড়া পর্ষদের সদস্য স্বপন দাস,রেফরি এন্ড আম্পায়ার এসোসিয়েশনের সচিব রানা দে সরকার, জেলা ক্যারাম সংস্থার সচিব সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা।শিলিগুড়ি পুরনিগরের অন্তর্ভুক্ত মোট ১৫টি স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে ৮টি বোর্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী বছর ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে এবং আরো বড় আকারে হবে।স্কুলে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।

You May Also Like